
প্রকাশিত: Tue, Feb 21, 2023 6:01 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:16 AM
এএফসির এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম রেফারি হলেন সালমা আক্তার
সাঈদুর রহমান: ফিফার সহকারি রেফারি ছিলেন আগেই। এবার এশিয়ান ফুটবল কন ফেডারেশনের (এএফসি) এলিট প্যানেলের রেফারি হলেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে। সালমা আক্তার মনির চোখেও এখন বড় স্বপ্নের আঁকিবুকি। দক্ষিণ এশিয়ার বাইরে দেশে ম্যাচ পরিচালনা করতে মুখিয়ে আছেন তিনি। এএফসির এলিট প্যানেলে অন্তুর্ভুক্ত হতে গত ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি পরীক্ষা দিয়েছিলেন নানা ধাপে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতিতে দিয়ে সালমার পাস করার খবর দিয়েছে।
নেত্রোকোণা থেকে উঠে আসা সালমা সংবাদিকদের জানান, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার নয়। অনেক পরিশ্রম করেছি, সেই ফল পেলাম। জানেন তো, মেয়েদের জন্য এ ধরনের কাজ কতটা কঠিন। অনুশীলনের জন্যও ঠিকমতো জায়গা পাওয়া যায় না। তাছাড়া একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করি।
২০২১ সালের আগস্টে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। ওই ম্যাচেই তিনি গড়েছিলেন ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রথম নারী সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের ইতিহাস গড়েন।
এ পর্যন্ত মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিনিয়র ও বয়সভিত্তিক মিলিয়ে দশটি টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন সালমা। ২৫ বছর বয়সী এই রেফারির চোখ এখন দক্ষিণ এশিয়ার বাইরে। ২০১২ সালে রেফারিং কোর্স করার পরের বছরই মেয়েদের ফুটবলে দায়িত্ব পালন শুরু করেন সালমা। ২০২১ সালের জানুয়ারিতে ফিফার সহকারী রেফারি হন তিনি। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
